টরন্টো, ২৪ অক্টোবর- রবীন্দ্রনাথের প্রকৃতি পর্বের গান নিয়ে ঋতু মালঞ্চ শিরোনামে এক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে কানাডার টরন্টোতে। গত শনিবার কানাডার সঙ্গীতসন্ধ্যা শিল্পী সংস্থা বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরের অডিটোরিয়ামে আয়োজিত এই সংগীত সন্ধ্যার আয়োজন করে। এবারের আয়োজন উৎসর্গ করা হয় বাংলাদেশের দুই প্রবাদপ্রতিম সংগীত ব্যক্তিত্ত্ব সুধীন দাশ ও ড: করুনাময় গোস্বামীকে। শুরুতে সংস্থার সভাপতি শাহজাহান কামাল আগত সুধীজনের প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিন পর্বে সাজানো এ আয়োজনের প্রথম পর্বে সুধীন দাশ ও ড. করুনাময় গোস্বামীর বাংলাদেশের সঙ্গীত বহুমুখী অবদানের নানা দিকের ওপর আলোকপাত করেন ফারহানা আজিম শিউলী। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ষড় ঋতুর প্রতিনিধিত্বমূলক ছয়টি সম্মিলিত গান। অনুষ্ঠানের তৃতীয় পর্ব সাজানো ছিল সংস্থার শিল্পীদের পরিবেশিত একক সঙ্গীত ও কবিতা দিয়ে। সম্মিলিত ও একক গান পরিবেশন করেন ড. ইখতিয়ার ওমর, মঞ্জুর আহমেদ, শাহজাহান কামাল, পার্থ সারথি শিকদার, নাদিরা ওমর, কুমকুম বল, দিল আফরোজ রুমা, সুভাষ দাস, শিখা আহমেদ, ভ্যালেন্টিনা ভৌমিক, নবিউল হক, জিবিনা সঞ্চিতা হক, নিঘাত মর্তুজা শর্মী, হাবিব উদ্দিন, জ্যানেট মেরী রুমা হক, গোমেজ, নাহিদ কবির কাকলি, মামুন কায়সার, মুক্তি প্রসাদ, স্নিগ্ধা চৌধুরী, ফারহানা আজিম শিউলী, চিত্রা সরকার ও মোনালিসা চৌধুরী। আবৃত্তি করেন ড. মাহমুদুল আনাম, রাশেদা মুনির ও হাসান মাহমুদ। তবলা সংগত করেন সজীব চৌধুরী। কিবোর্ডে ছিলেন মামুন কায়সার। উত্তর আমেরিকার মধ্যে শুধু রবীন্দ্রসঙ্গীতের শিল্পীদের নিয়ে গঠিত এই একক-বৃহত্তম প্ল্যাটফর্মটির পরিবেশনা এদিন হল ভরা শ্রোতারা আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/২৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h5TSWl
October 25, 2017 at 05:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন