ফরাসি ওপেনে জয় সিন্ধুর, শ্রীকান্তের, হেরে গেলেন সাইনা

প্যারিস, ২৭ অক্টোবরঃ ফরাসি ওপেন সুপার সিরিজে দুরন্ত ছন্দে থাকা দুই ভারতীয় তারকা পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে উঠলেও হেরে গেলেন সাইনা নেহওয়াল।

ডেনমার্ক ওপেনের ভুল সুধরে এগোলেন পি ভি সিন্ধু। ২১-১৯, ২১-১৮ গেম-এ হায়দরাবাদি তারকা হারিয়েছেন স্পেনের বেয়াত্রিজ কোরালিসকে। দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের সায়াকা তাকাহাসি। চলতি মরসুমে তিনি দু্’টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং একটিতে রানার্স হয়েছেন। তাই ডেনমার্কের ব্যর্থতা ফেলে ফরাসি ওপেনে ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদের এই শটলার।

‌অন্যদিকে, বিশ্ব ক্রমতালিকায় চার নম্বরে উঠে আসা শ্রীকান্তকে প্রথম রাউন্ডে জার্মানির ফাবিয়ান রথকে হারাতে পুরো ম্যাচও খেলতে হল না। প্রথম গেমে ৩-০ এগিয়ে থাকার সময় ম্যাচ ছেড়ে দেন শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী। এ বার তাঁর মুখোমুখি হং কং-এর ওং উইং কি ভিন্সেন্ট। যাঁকে ডেনমার্ক ওপেনে স্ট্রেট গেমে হারিয়েছেন শ্রীকান্ত।

তবে, দ্বিতীয় রাউন্ডে হারলেন সাইনা নেহওয়াল। বিশ্ব ক্রমতালিকয় পাঁচ নম্বর জাপানের আকানে ইয়ামাগুচি ৯-২১, ২১-২৩ হারান তাঁকে। প্রথম গেম থেকেই সাইনাকে চাপে রেখেছিলেন ইয়ামাগুচি। দ্বিতীয় গেমে সাইনা ফিরে আসার প্রবল চেষ্টা চালিয়ে গেলেও সফল হননি। ইয়ামাগুচির কাছেই ডেনমার্ক ওপেনের শেষ আটে হারেছিলেন সাইনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yRoUJq

October 27, 2017 at 01:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top