কুমিল্লার বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ● সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিময় আবাসস্থল এই বাংলাদেশ এবং বর্তমান সরকার এ সম্প্রীতি রক্ষা এবং অসাম্প্রদায়িক ধারা বজায় রাখতে বদ্ধপরিক্কর। আর বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিসংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীব হত্যা নেই, জগতের সকল প্রাণী সুখী হউক। আপনারা সবাই ভাল মানুষ, আলোকিত মানুষ, ভাল থাকুন আমি আপনাদের পাশে আছি ও থাকবো।

শনিবার কুমিল্লার ইয়াং ম্যান্স বুদ্ধিস্ট এসোসিয়েশন এবং সংঘরাজ জ্যোতিপাল মহারেথো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো-এর শুভ উদ্বোধন এবং কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ, এমপি।

তিনি আরো বলেন- কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব, যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা বা ভাদ্র মাসের পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। ধর্মাবলম্বীগণ পূণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। মেধা ও মননে উর্বর, উর্মীয় চেতনায় উদ্বুদ্ধ যুব সংগঠন ইয়াং ম্যান্স বুদ্ধিস্ট এসোসিয়েশন কর্তৃক ঐতিহাসিক কুমিল্লা জেলার ময়নামতিস্থ প্রত্নতত্ব রত্ন ভান্ডার হিসাবে খ্যাত প্রাচীন বৌদ্ধ সভ্যতাগুলো বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় নিয়ে সরকারীভাবে ঐতিহাসিক শালবন বিহারের নামে বরাদ্দকৃত ভূমিতে বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমী স্থাপেনের মধ্য দিয়ে তাদের কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

প্রকল্পের অংশ হিসেবে নব শালবন বিহারের আঙ্গিনায় থাইল্যান্ডের স্থাপত্যকলা সমৃদ্ধ বিশ্ব-শান্তি প্যাগোডা প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধু প্রতিম রাষ্ট্র থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ দেশ-বিদেশের অতিথিবৃন্দের উপস্থিতিতে এ প্যাগোডা উদ্বোধনের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করছি ধর্মীয় চেতনা জাগিয়ে পর্য্টন শিল্প বিকাশে এটি অনন্য ভূমিকা রাখবে।এ বিশ্ব শান্তি প্যাগোডা মহামানব গৌতম বুদ্ধের মৈত্রী ও করুণার বানী ধারণ করে অসম্প্রদায়িক চেতনার উর্বর ক্ষেত্র জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সহায়ক ভূমিকা রাখবে।

কুমিল্লার এ বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো-এর শুভ উদ্বোধন এবং কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান ঘিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে বৌদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ড দান, মঙ্গলাচরন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্যদিয়ে পবিত্র কঠিন চীবন দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন-২০১৭খ্রিঃ কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠানটি পালিত হয়েছে। অনুষ্ঠান সূচীর শেষে সন্ধ্যায় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বিশ্বে শান্তি কামনায় ফানুস উড্ডয়ন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংঘরাজ জ্যোতিপাল মহারেথো ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শ্রীমত শীলভদ্র মহাথেরো অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো: আবু তাহের, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলাম, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

The post কুমিল্লার বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো উদ্বোধন appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yHrBPw

October 21, 2017 at 07:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top