গুয়াহাটি, ৬ অক্টোবরঃ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালফের অনুরোধে গুয়াহাটিতে একটি নতুন গবেষণা কেন্দ্র খুলতে চলেছে ইসরো। বন্যার খবর, ধস, ভূমিক্ষয় ইত্যাদির খবরাখবরের জন্যই এই প্রথমবার অসমে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হতে চলেছে গবেষণা কেন্দ্রটি। এছাড়াও থাকছে অত্যাধুনিক প্রযুক্তি সম্মত যন্ত্রপাতিও। বসানো হচ্ছে জিপিএস, জিআইএস ও স্যাটেলাইট রিমোট সেনসিং। এর সঙ্গে বন্যার পূর্বাভাস, ধস ও মাটির ক্ষয় মাপার রিমোট সেনসিং টেকনোলজি বসানো হচ্ছে।
রাজ্য সরকার ও ইসরোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গবেষণা কেন্দ্রটি স্থাপিত হলে রাজ্যের প্রাকৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্রেও যথেষ্ট কার্যকরী হবে বলেই আশবাদী মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y41oKb
October 06, 2017 at 01:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন