কুমিল্লায় হচ্ছেনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক ● বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মা নদীর দক্ষিণ পাড়ে। বিমানবন্দরের জন্য চূড়ান্ত ভাবে দুটি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে একটিকে চূড়ান্ত করে আগামী সপ্তাহে নির্ধারিত স্থানের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্যতা সমীক্ষা’ বিষয়ক প্রকল্প নিয়ে আলোচনা হয়।

তবে তথ্যটি আগেই প্রকাশ হয়ে যেতে পারে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়নি। মাদারীপুর জেলার মধ্যে মাওয়ার কাছাকাছি বিমানবন্দরটি হতে পারে। বৈঠকসূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য পরিদর্শনকৃত কুমিল্লার দুটি স্থানের মধ্যে কোনটি নির্বাচিত হয়নি। বিমানবন্দরটি হবে পদ্মার ওপারে। রবিবার প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বসবেন। তখন কিংবা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত লোকেশন ঘোষণা হবে বলে আশা করা যাচ্ছে।

বৈঠকসূত্র জানায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ১৩৬ কোটি ৭৫ লাখ টাকার এ প্রকল্পে ১৯ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।

গত বছরের ৩১ আগস্ট জাপানি প্রতিষ্ঠানকে সম্ভাব্যতা সমীক্ষার কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ১ অক্টোবর তারা কাজ শুরু করে। গত জানুয়ারিতে জাপানী জরিপ দল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন এবং দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ২টি স্থান পরিদর্শন করেন। এছাড়া গত জুনে পদ্মার ওপারে তিনটি জায়গা নির্ধারণ এবং এর সুবিধা-অসুবিধাসহ একটি প্রেজেন্টেশন মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করে। পরে সুবিধা-অসুবিধা বিবেচনা করে সেখান থেকে মন্ত্রণালয় দুটি জায়গাকে প্রাথমিকভাবে চিহ্নিত করে যার মধ্যে কুমিল্লার কোনটি নেই বলে একাধিক সুত্র জানায়। এ দুটির মধ্য থেকে চূড়ান্ত স্থান নির্ধারণে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিষয়টি আলোচনার জন্য আগামী রবিবার সময় দিয়েছেন। বৈঠকে প্রেজেন্টেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সাইট দুটো দেখানোর কথা রয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিলেকশনের মাধ্যমে ঘোষণা আসতে পারে।

২০০৯ সালে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। জনগণের আন্দোলনের মুখে সরকার আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে। নতুন করে বিমানবন্দর নির্মাণের স্থান নির্বাচন শুরু হয়।

উল্লেখ্য, বিমানবন্দর নির্মাণের জন্য প্রাথমিক সমীক্ষায় কুমিল্লায় ২টি স্থান নির্বাচন করা হয়েছিল। গুগল ম্যাপে দেখে তারা ঐ স্থান গুলো জানুয়ারিতে পরিদর্শন করে। ম্যাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাশে ১ কিলোমিটার দূরত্বে চান্দিনা- দেবিদ্বার সড়ক সংলগ্ন সুবিশাল ফসলী মাঠ তাদের নজর কাড়ে। নবিয়াবাদ এলাকার ওই মাঠটি বরকামতা ও সুলতানপুর ইউনিয়ন অধীনে। ফসলী ওই মাঠের উত্তরে রাধানগর দক্ষিণে জাফরাবাদ-কুরছাপ, পূর্বে নবিয়াবাদ-ভৈষেরকুট-কুরুইন এবং পশ্চিমে মনিপুর-কুয়ারপাড় এলাকা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার উত্তরে ওই মাঠ।

গুগল নির্ধারিত অপর স্থানটি ছিল বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন থেকে পর্যবেক্ষণ করা শুরু হলেও স্থানটির সন্ধান পাওয়া যায় চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে। ওই ইউনিয়নের সুবিশাল ফসলী মাঠের উত্তরে চান্দিনা উপজেলার ওরাইন, দক্ষিণে বরুড়া উপজেলার কৃষ্ণপুর-বোম্বাইশ, পূর্বে জোয়াগ এবং পশ্চিমে কুদুটি গ্রামের অবস্থান।

যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে এবং মাধাইয়া-রহিমানগর সড়ক সংলগ্ন ওই মাঠের অবস্থান।

The post কুমিল্লায় হচ্ছেনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yPwhAJ

October 27, 2017 at 02:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top