নয়াদিল্লি, ৪ অক্টোবরঃ আগামী এপ্রিলেই সম্ভবত হাতে আসছে নতুন ১০০ টাকার নোট। এরমধ্যেই মোট ছাপার কাজ হয়ে যাবে বলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বাজারে নতুন ২০০ টাকার নোট চলে এসেছে। তবে, তা পুরোমাত্রায় নয়। ব্যাংকগুলি অবশ্য নতুন ২০০ টাকার মোটের জন্য তাদের এটিএম রি-ক্যালিবারেশনের কাজ শুরু করেছে। শোনা যাচ্ছে নতুন ১০০ টাকার নোটও একই সংখ্যা (ডিনোমিনেশন) এবং মাপের হবে। ফলে ওই নোট বাজারে এলে আর নতুন করে এটিএম রি-ক্যালিবারেশনের প্রয়োজন হবে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fIYRLr
October 04, 2017 at 08:37AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন