কুমিল্লায় ট্রাক চাপায় (অবঃ) সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ওয়ার সিমেট্টি এলাকায় শুক্রবার বিকেলে বেপরোয়া গতির একটি ট্রাক চাপায় হোন্ডারোহী অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় ও হাইওয়ে পুলি সুত্র জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কমনওয়েলথ সমাধি’র কাছে শুক্রবার বিকেল পৌনে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি সেনানিবাস এলাকা থেকে দেবিদ্বারগামী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র বহনকারী মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ওই সেনা সদস্য গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় অল্প কিছু সময় পর তার মৃত্রু ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ময়নামতি হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক কওে থানায় নিয়ে আসে।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেণ্ট সফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

The post কুমিল্লায় ট্রাক চাপায় (অবঃ) সেনা সদস্য নিহত appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2ySG9tO

October 27, 2017 at 08:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top