ঢাকা, ০১ অক্টোবর- চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। তবে চলচ্চিত্র নির্দেশনায় কখনোই তাকে পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘদিন যাবত ফারুকের নির্মাণ ভাবনায় রয়েছে তিনটি গল্প। যে গল্পগুলো একান্তই তার নিজের। বহুদিন যাবত চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে থাকলেও নানান ব্যস্ততার কারণে চলচ্চিত্র নির্মাণে সময়ে করে উঠতে পারেননি তিনি। কিন্তু এখন যেহেতু চলচ্চিত্রের সার্বিক অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে এসে ফারুক চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন। তিনটি গল্প নিয়ে তিনি বহুদিন আগে থেকেই ভেবে রেখেছেন। তিনটি গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি দেশ ভাগের গল্প, একটি মানবিক গল্প এবং আরেকটি রাজনৈতিক গল্প। তবে কোনটি নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন সে বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ফারুক বলেন, শিগগিরই চলচ্চিত্র নির্দেশনায় আসবো আমি। তিনটি গল্পের একটি চুড়ান্ত করা হবে। আমার মনের মতো করেই আমার প্রথম চলচ্চিত্র নির্দেশনার কাজটি হবে। আমার শুভাকাঙ্খী যারা তাদের সঙ্গে নিয়েই আমি আমার প্রথম নির্দেশিত চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই। ফারুক জানান- তার গল্প চুড়ান্তের পর গল্পের সংলাপ রচনা করবেন আমজাদ হোসেন। গান লিখবেন গাজী মাজহারুল আনোয়ার। ফারুকের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই নির্মিত হবে ফারুক নির্দেশিত প্রথম চলচ্চিত্র। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে গাজীপুর-৪ আসন থেকে নির্বাচেন অংশ নেবার চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ফারুক। ফারুক বলেন, আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই, সাধারণ মানুষের সেবা করতে চাই। চাই সর্বোপরি দেশের কল্যাণে কাজ করে যেতে। আমি আশাকরি আমার এলাকার মানুষ আমার পাশে থেকে আমাকে দেশের সেবা করতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। চিত্রনায়ক ফারুক সর্বশেষ আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ঘরের লক্ষী চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। এরপর আর নতুন কোন চলচ্চিত্রে তাকে অভিনয়ে দেখা যায়নি। ফারুক প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে জীবন মৃত্যু, তাসের ঘর, সুদ আসল, জাদু মহল, মিয়া ভাই ইত্যাদি। আর/০৭:১৪/০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xRIiYa
October 01, 2017 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top