ডেস্ক রিপোর্ট ● বাবা রাম রহিম এবং তার পালিত কন্যা হানিপ্রীতকে নিয়ে কম জল ঘোলা হচ্ছেনা। সম্প্রতি হানিপ্রীতকে আটক করেছে ভারতের হারিয়ানা পুলিশ। এদিকে, হানিপ্রীতকে দুদফায় জিজ্ঞাসাবাদ করা হলেও রাম রহিমকে নিয়ে কোন সদুত্তর দিতে পারেননি হানি। তাই পুলিশ হানিপ্রীত মাদকাসক্ত কিনা সেটা পরীক্ষা করা সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আদালতের কাছে অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছে হারিয়ানা পুলিশ।
আদালত থেকে রাম রহিমকে নিয়ে পালানোর পরিকল্পনায় হানিপ্রীতের কোন ভূমিকা আছে কিনা তাই নিয়ে মোট ৪০টা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তাকে। কিন্তু এর মধ্যে ১৩টি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে সে। বাকি যে ২৭টি প্রশ্ন করা হয়েছিল, সেগুলোর উত্তর ছিল হয় নেতিবাচক অথবা বিভ্রান্তিমূলক। হানিপ্রীতের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় হানি মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করার পরিকল্পনা করবে পুলিশ।
তবে হানিপ্রীতকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে বেপাত্তা হয়ে গেলেও ডেরার সদস্যদের সঙ্গে রীতিমতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন তিনি। আদিত্য ইনসানের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে স্বীকার করেছেন হানিপ্রীত।
হানিপ্রীতকে প্রশ্ন করা হয়, ২৫ আগস্ট অর্থাৎ যে দিন পঞ্চকুলায় হিংসা ছড়িয়েছিল, সে দিন ডেরার গাড়িগুলোতে কেন প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল? ডেরার গুণ্ডাদের কে ৫ কোটি টাকা দিয়েছিল? এগুলোর কোনোটিরই সঠিক উত্তর দেয়নি হানিপ্রীত।
এদিকে হানিকে আরো প্রশ্ন করা হয়েছিল, ৩৮ দিন নিখোঁজ থাকার সময় মোবাইলে যে সিমকার্ডগুলো ব্যবহার করতেন তিনি, সেগুলো কে তাকে কে জোগাড় করে দিয়েছিল?
হানির দাবি, মোবাইল ফোন এবং সিম কার্ডগুলো হারিয়ে ফেলেছেন তিনি। পুলিশ মনে করছে, তাদের বিভ্রান্ত করতেই এ ধরনের গল্প বানাচ্ছে হানিপ্রীত। তার নামে ১৭টা সিমকার্ড ছিল। যার মধ্যে আন্তর্জাতিক সিমকার্ড ছিল তিনটি। সিম কার্ডগুলো আদৌ তার নামে নাকি ডেরার অন্য কোনও সদস্যের নামে ছিল সে বিষয়টিও এখনও স্পষ্ট নয়।
The post কারাগারে কেমন আছে হানিপ্রীত appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xZ4z6Z
October 06, 2017 at 11:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন