লালদিঘী নতুন হকার্স মাকেট এ, বি, সি, ডি ব্লকের দোকান মালিকদের সাথে গতকাল শনিবার (১৪ই অক্টোবর) সন্ধ্যায় হকার্স মাকেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালদিঘী নতুন হকার্স মার্কেট মালিক সমিতির সভাপতি আখলিছুর রহমানের সভাপতিত্বে ও শাহ জুনেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মালিক সমিতির সহ-সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক হাবিুবর রহমান, নাসির উদ্দিন আহমদ, প্রবীণ সাংবাদিক হাফিজ আনোয়ার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন- “হকার্স মার্কেটের দোকানকোঠার টাকা জমা দেওয়ার সোনালী ব্যাংকের রিসিট যাদের কাছে আছে তারাই প্রকৃত মালিক। তাদেরকেই পুনরায় নির্মাণের পরে দোকানকোঠা বুঝিয়ে দেওয়া হবে।” অতি শীঘ্রই প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকৃত মালিকদের দোকানকোঠাসমূহ পুননির্মাণের পর অগ্রাধিকার ভিত্তিতে সমঝিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা বলেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন- মাজেদ আহমদ সামী, হেলাল মিয়া, জাহেদ হোসেন খান, সায়েম আহমদ, আলী আকবর খান হিরা, সোহাগ মিয়া, কয়েছ আহমদ, নাইম বিন কাউছর, ফোরকান মিয়া প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন আহমদ। -বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gbOVdC
October 15, 2017 at 10:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন