জগন্নাথপুরে সুস্থ জীবনে ফিরে আসায় ০৮ জনকে ফুল দিয়ে বরণ করলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:: সিলেটে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যাক্তি মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদেরকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।
আজ (২৮শে অক্টোবর) শনিবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিক ভাবে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ইলিয়াছ মিয়া, তুরন মিয়া, মিঠু মিয়া সহ ৮ জন নারী-পুরুষ মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায়, তাদেরকে প্রতিমন্ত্রী সহ অতিথিবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন। সভায় মাদক ব্যবসায়ীরা আর মাদক জীবন চায় না বলে প্রতিশ্রুতি দিলে উপস্থিত জনতাও তাদেরকে স্বাগত জানান। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর উদ্যোগে এসব মাদক ব্যবসায়ীদের মানসিক কাউন্সিলিং এর মাধ্যমে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আনা হয়। এ সময় ফিরে আসা মাদক ব্যবসায়ীদের মধ্যে মিঠু মিয়া মাদক বিরোধী একটি গান পরিবেশন করলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান জনতা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yTHQXX

October 28, 2017 at 10:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top