বিশাখাপত্তনম, ১৬ অক্টোবরঃ আরও সমৃদ্ধ হল ভারতীয় নৌবাহিনী। বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হল অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস কিলতান। দেশীয় প্রযুক্তিতে তৈরি চার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজকে নৌবাহিনীতে যুক্ত করার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, আইএনএস কিলতান তার মধ্যে তৃতীয়। সোমবার বিশাখাপত্তনমের নাভাল ডক ইয়ার্ডে এই যুদ্ধজাহাজকে আনুষ্ঠানিভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। আইএনএস কিলতান যুদ্ধজাহাজটি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। কিলতান দেশের প্রথম কোনও যুদ্ধজাহাজ, যেখানে কার্বন ফাইবারের স্ট্রাকচার রয়েছে। এর ফলে আত্মগোপন করে থাকার ক্ষমতা বৃদ্ধি পাবে। হ্রাস পাবে রক্ষণাবেক্ষণের খরচ। রণতরীতে যেসব অস্ত্র বা সেন্সর বসানো হয়েছে, তার সবগুলিই দেশে তৈরি। আইএনএস কিলতানের ওজন ৩৫০০ টন। লম্বায় ১০৯ মিটার ও চওড়ায় ১৪ মিটার। গতি হবে ৩৪৫০ নটিক্যাল মাইল। থাকছে চারটি ডিজেল ইঞ্জিন। লাক্ষাদ্বীপের একটি দ্বীপের নাম থেকেই এই রণতরীর নাম কিলতান। ১৩ জন অফিসার ও ১৭৮ জন নাবিকের একটি দল আইএনএস কিলতানের দায়িত্বে থাকবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ysy7cI
October 16, 2017 at 02:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন