আমি সিঙ্গেল কিন্তু প্রেমে পড়তে চাই-পরমা

সুরমা টাইমস ডেস্ক::পরমা দাশগুপ্ত কলকাতার মেয়ে। ১০ বছর যাবৎ থাকছেন মুম্বাইয়ে। বলিউডে গানের জগতে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন তিনি। সিভিতে রয়েছে এ আর রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও। আনন্দবাজার পত্রিকা অবলম্বনে তুলে ধরা হলো তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন।

প্রথমে ইরফান খান, কঙ্কনা সেনশর্মার ‘দিল কবাডি’ নামের একটা সিনেমায় একটা গান গেয়েছিলেন। পরে রামগোপাল বর্মার ছবি ‘ডিপার্টমেন্ট’-এ ‘ড্যান ড্যান চিনি’ নামের গানে গান গেয়েছেন। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত ছিলেন সে ছবিতে। তখন থেকে মিউজিকে ক্যারিয়ার গড়তে চান তিনি। তার আগে শুধু গান গাইবেন এমনটা ভাবেননি। তবে মুম্বাইতে প্রথমে তার কোনো যোগাযোগ ছিল না।
নারীদের সংগ্রাম সম্পর্কে তিনি বলেন, ‘শুধু বলিউডে নয়, পুরুষের তুলনায় নারীদের সব জায়গায় সংগ্রাম করতে হয় বেশি। সিনেমার গল্পও নায়ককেন্দ্রিক। নারীদের কণ্ঠ কেবল মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে।’
তিনি বলেন,‘আমি সিঙ্গেল। কিন্তু প্রেমে পড়তে চাই। আগে বহুবার প্রেমে পড়েছি। বিচ্ছেদও হয়েছে। অনেক সময় আমার দিক থেকে প্রেম ছিল, কখনও তাকে বলা হয়নি। এসব সত্ত্বেও আবার প্রেমে পড়তে চাই।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wFnv6y

October 08, 2017 at 12:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top