পার্ল, ১৮ অক্টোবর- দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফিরলেন তামিম অনুমিতভাবেই বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল। তাকে জায়গা দিতে একাদশের বাইরে গিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। বাংলাদেশের একাদশে পরিবর্তন একটিই। দক্ষিণ আফ্রিকা চোটের কারণে পাচ্ছে না ডেভিড মিলারকে। তার বদলে একাদশে এসেছেন ফারহান বেহারদিন। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। আবারও টস জয় টস ভাগ্য আবারও বাংলাদেশের পক্ষে। এবার অবশ্য বদলে গেল সিদ্ধান্ত। প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করলেও এবার বাংলাদেশে বেছে নিয়েছে বোলিং। ভেন্যুতে প্রথমবার পার্লের বোল্যান্ড পার্কে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ১৯৯৭ সালের জানুয়ারিতে। সেই থেকে এই দুই দশকে মাত্র দশম আন্তর্জাতিক ম্যাচ এটি। বাংলাদেশ এখানে খেলছে এই প্রথমবার। ম্যাচের আগে তুমুল আলোচনা-সমালোচনায় বোল্যান্ড পার্কের আউটফিল্ড। অসমান মাঠ, জায়গায় জায়গায় নেই ঘাস। বের হয়ে আছে কালো মাটি। ম্যাচের আগের দিন মাঠ দেখে তামিম ইকবাল বলেছেন আবাহনী মাঠের মত। হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর রঙিন পোশাকেও বাংলাদেশ পারেনি উজ্জ্বল হয়ে উঠতে। প্রথম ওয়ানডেতে ২৭৮ রান করেও রেকর্ড ব্যবধানে হারের তিক্ততায় ডুবতে হয়েছে। হারের সেই বৃত্ত ভেঙে বেরিয়ে আসার চ্যালেঞ্জ দ্বিতীয় ওয়ানডেতে। বাংলাদেশের জন্য সুখবর, এই ম্যাচে ফিরছেন তামিম ইকবাল। চোট কাটিয়ে এই ওপেনার ফেরায় দলের ব্যাটিং শক্তিই শুধু বাড়ছে না, দলের আত্মবিশ্বাসও আরও বাড়ার কথা। সূত্র: বিডিনিউজ২৪.কম আর/১৭:১৪/১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gifo9q
October 18, 2017 at 07:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top