মুম্বাইর, ১৯ অক্টোবর- ব্যক্তি জীবনে অভিনেতা-নির্মাতা অজয় দেবগনের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউড অভিনেত্রী টাবুর। একসঙ্গে বিজয়পথ, হকিকত, দৃশ্যম এবং গোলমাল এগেইন সিনেমায় অভিনয় করেছেন তারা। এ অভিনেত্রী জানিয়েছেন, অজয়ের সঙ্গে কোনো সিনেমায় না নেই তার। এ প্রসঙ্গে টাবু বলেন, অজয় ও আমি ছেলেবেলার বন্ধু। তার সঙ্গে অভিনয় করাটা বাড়তি সুবিধা। আমি অজয়ের সঙ্গে কোনো সিনেমায় না করব না। শুক্রবার মুক্তি পাচ্ছে গোলমাল এগেইন। এরপর আরো একটি সিনেমায় অজয়ের সঙ্গে অভিনয় করবেন। রোমান্টিক-কমেডি ঘরনার সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। এটি প্রযোজনা করছেন পেয়ার কা পঞ্চনামা পরিচালক লাভ রঞ্জন। এ অভিনেত্রী বলেন, অজয় পরিচালক অথবা প্রযোজক হিসেবে আমাকে যা প্রস্তাব দিবে আমি অবশ্যই তাতে রাজি হবো। আমরা লাভ রঞ্জনের একটি সিনেমায় আবারো একসঙ্গে অভিনয় করব এবং অজয় ও সবার ধারণা চরিত্রটির জন্য আমি উপযুক্ত। গোলমাল এগেইন নিয়ে তিনি বলেন, এই অভিনেতারা এবং গোলমাল সিনেমার সঙ্গে যুক্ত সবাই এটিকে একটি ব্র্যান্ড বানিয়েছে। এটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি। এটার জন্য আমাকে বিশেষ কোনো কাজ করতে হবে না, কারণ এটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত একটি ফ্র্যাঞ্চাইজি। গোলমাল এগেইন পরিচালনা করেছেন রোহিত শেঠি। টাবু-অজয় ছাড়াও সিনেমায় অভিনয় করছেন আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। তথ্যসূত্র: রাইজিংবিডি এআর/২২:৩৮/১৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xReQxN
October 20, 2017 at 04:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top