নির্বাচনের ঘরে ঢোকার নামে নির্বাচন ভণ্ডুল করাই বিএনপির মূল উদ্দেশ্য-ইনু

সুরমা টাইমস ডেস্ক:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের ঘরে ঢোকার নামে নির্বাচন ভণ্ডুল করাই বিএনপির মূল উদ্দেশ্য। সহায়ক সরকারের নামে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তারা।
সেজন্যই নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত এক অস্বাভাবিক প্রস্তাবের বাণ্ডিল দিয়েছে বিএনপি।

গত বুধবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত বুধবার দুপুরে বঙ্গবন্ধুতনয় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এক আলোচনা সভার আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, মোশতাক-জিয়া খুনী চক্র পঁচাত্তরের ১৫ই আগস্ট শিশুপুত্র শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে প্রকৃতপক্ষে ’বাঙালি জাতির আত্মাকে’ হত্যা করতে চেয়েছিল। কিন্তু জাতির আত্মাকে হত্যা করা যায় না। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ রাসেলের এই বেদনাহত জন্মাদিনেই ষড়যন্ত্রের নেত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তিনি সেই মানুষ, যিনি জাতির পিতার হত্যার দিনটিকে নিজের জন্মদিনের উত্সবে পরিণত করে ঘৃণার পাত্র হয়েছেন।
এই মঞ্চ থেকে আমরা তাকে ধিক্কার জানাই।

আলোচনা সভায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাশেষে যুবলীগ চেয়ারম্যান তার সম্পাদিত ‘শেখ রাসেল: আমাদের ভালোবাসা’ গ্রন্থটি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। বেসরকারি সংস্থা বাংলাদেশ সেফ এগ্রো ফুড ইফোর্টস (বিসেফ) ফাউন্ডেশন ও উন্নয়ন ধারা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাশ্রয়ী মূল্যে নিরাপদ উপকরণ ব্যবহার করে পুষ্টিসম্মত কৃষিপণ্যের উত্পাদন বাড়াতে যে অর্থায়ন ও গবেষণা প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখা জরুরি। মনে রাখতে হবে খাদ্যকে নিরাপদ করতে জমির স্বাস্থ্যরক্ষা আবশ্যক।

কৃষি বিজ্ঞানী ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় হুইপ ও কৃষি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ারেছ কবীর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য নিরাপত্তা কর্মসূচির জ্যেষ্ঠ জাতীয় পরামর্শক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন।

অন্যদের মধ্যে ড. এস এম মনোয়ার হোসেন, অধ্যাপক ড. লতিফুর বারী ও ড. মো. রফিকুল ইসলাম নির্ধারিত আলোচনায় অংশ নেন। কৃষিবীদ শহীদুল ইসলাম সেমিনারের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2go0df6

October 20, 2017 at 12:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top