কলকাতা, ১৫ অক্টোবরঃ নাট্যকর্মী প্রেমাংশু রায়ের বিরুদ্ধে বর্ধমান থানায় দায়ের হওয়া অভিযোগটি কি হতে চলেছে, এ নিয়ে গতকাল থেকেই দোলাচল ছিল। রবিবার সকাল ১২টার কাছাকাছি সময়ে স্পষ্টভাবে তা জানা যাবে বলে জানিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তবে সংশয় কিন্তু এখনও রয়েই গিয়েছে। অভিযোগকারীরা এখনও পর্যন্ত কোনও লিখিত নথি পাননি বলে জানা গিয়েছে।
এ নিয়ে জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়ালের জানান, তদন্ত শুরু হতে চলেছে। এরপর তাঁর কাছে স্পষ্ট করে নথিভুক্ত অভিযোগের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা চাওয়া হলে, তিনি বলেছেন, এটি জেনারেল ডায়েরি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রেমাংশু রায়ের একটি ‘পোস্ট’ নিয়েও কানাঘুষো চলছে। যেখানে প্রেমাংশু লিখেছেন, ‘আমি কাল প্রেস কনফারেন্স ডেকেছি। হেনস্থার একটা সীমা আছে! বন্ধুরা পাশে থাকুন।’ কিন্তু, সাংবাদিক সম্মেলন কখন, কোথায় তা নিয়ে সেখানে কোনও উল্লেখ নেই। যদিও এই সাংবাদিক সম্মেলন ঘিরেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চাপানউতর চলছে। প্রেমাংশুর সঙ্গে সকাল থেকে এ নিয়ে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন পাওয়া যায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2za7M0h
October 15, 2017 at 03:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন