দোহা, ০৬ অক্টোবর- কাতার থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে আরবিয়ান মানি এক্সচেঞ্জের দেয়া লটারি কুপনে বাংলাদেশি টাকায় দশ লাখ টাকা দামের গাড়ি জিতেছে বাংলাদেশি যুবক মো. মামুন। মামুন নোয়াখালীর লক্ষীপুরের শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, তিনি কাতারের আল শাহনিয়াতে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে ৮০০ রিয়াল মাসিক বেতনে কর্মরত আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ন্যাশনাল আরবিয়ান এক্সচেঞ্জ থেকে বিজয়ী মামুনের হাতে গাড়ির চাবি তুলে দেন আরবিয়ান এক্সচেঞ্জের স্পন্সর কাতারি নাগরিক মো. মুকবুল খালফাহ, কাতারি নাগরিক আব্দুল্লাহ মুকবুল, আরবিয়ান এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার বাংলাদেশি নুরুল কবির চৌধুরী, আরবিয়ান এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশি আবু ওয়াসিম নুর প্রমুখ। বিজয়ী মামুন জানান, তিনবছর হলো আমি কাতার এসেছি কোনো মাসে পরিবারের জন্য মাসিক ১০ হাজার টাকার বেশি পাঠাতে পারিনি। এই ১০ লাখ টাকা মা-বাবার কাছে দেশে পাঠিয়ে দেব। এই টাকা দিয়ে কিছুটা হলেও আমার পরিবারের আর্থিক অনটন দূর হবে। আর/১০:১৪/০৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xXbhdF
October 07, 2017 at 04:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন