অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম পার্শ্ববর্তী সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা সাঁতার কমিটির ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, সাঁতার কমিটির সাধারণ সম্পাদক বদিবুজ্জামান বুধু, সাঁতার কোচ হোসনে রাকিব, ক্রীড়া সংস্থার শেখ আহসান হাবিব মিন্টু।
সদর উপজেলার মোট ৩০ জন অনুর্ধ্ব ১৬ বালক মাসব্যাপী প্রশিক্ষন গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2xaiu5H

October 02, 2017 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top