নিজস্ব প্রতিবেদক:: সিলেট শহরতলীর বাদাঘাট এলাকা থেকে তিনশো বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ তিনশো বোতল অফিসার চয়েস হুইস্কি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারত হতে চোরাই পথে নৌকা দিয়ে মাদক পরিবহনের খবর পান। এমন সয়বাদে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে এসআই অঞ্জন কুমার দাশ, এএসআই নূরুল হক, কনস্টেবল জামাল উদ্দিন, সোহেল রানা সহ ভাদেশ^র নদীর দিকে এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া পাগইল সাকিনের বোড়াইল হাওড়ের নয়া বিলের দিকে ধাওয়া দিলে নৌকাতে থাকা মাদক ব্যবসায়ীরা নদীতে ঝাপ দিয়া উমাইরগাঁও গ্রামের দিকে পালিয়ে যায়।
এসময় পুলিশ হাটখোলা ইউনিয়নের পাগইল বোড়াইল হাওড়ের নয়া বিলের পশ্চিম এলাকা থেকে ৪০ ফুট দীর্ঘ ইঞ্জিন চালিত নৌকাটি আটক করে। এতে ৩০০(তিনশত) বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েস হইস্কি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক বহনকারী মাদক ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায়-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারা মতে মামলা রুজু করা হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ybx7t8
October 09, 2017 at 11:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন