বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ● জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক কর্মচারীর ব্যক্তিগত প্রোফাইল থেকে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার বিকালে ঐ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ঐ কর্মচারীর শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।
এদিকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে এ ঘটনার নিন্দা জানিয়ে ঐ কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। এছাড়াও বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ থেকে অভিযুক্ত এ কর্মচারীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিনের শ্যালক ও পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী কম্পিউটার অপারেটর শায়খুল হোসাইন ভুঁইয়া গত ২৪ অক্টোবর ফেইসবুকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস।
এদিকে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে শায়খুল হোসেনের বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘শায়খুল হোসেন বর্তমান বিতর্কিত প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের আপন শ্যালক। প্রক্টর ছাত্রাবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন।
তিনি উপাচার্যের সাথে নিয়োগ বানিজ্য করে বিশ্ববিদ্যালয়কে জামায়াত-শিবিরের আখড়ায় পরিণত করছেন। রেল নাশকতা মামলায় এক আসামিকে উপাচার্য নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়কে জামায়াতি করণের নীল নকশা করেছেন।’ ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রক্টরের থেকে অপসারনের দাবিও জানান বঙ্গবন্ধু পরিষদের এ নেতা।
এদিকে শায়খূল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রিজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার জানান, সরকারী কর্মচারী বিধিমালার ৩(খ) অনুযায়ী রাষ্ট্রের প্রতি অসাদাচারণের অভিয়োগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু করা হয়েছে।
The post বঙ্গবন্ধুকে কটূক্তি করায় উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xwJ9KS
October 29, 2017 at 05:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন