নিজস্ব প্রতিবেদক ● জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুমিল্লার টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৪ লেনের সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার কোটি টাকারও বেশি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটি সহ মোট পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আজকের উপস্থাপিত পাঁচটি (নতুন) প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ১২ হাজার ৪০২ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২২ হাজার ১৬৪ কোটি ৬৯ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর দ্রুতগতির সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় বিমানবন্দর থেকে চন্দ্রামোড় পর্যন্ত হচ্ছে দেশের সবচেয়ে বড় উড়াল সড়ক ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে’। ১৬ হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২২ সাল নাগাদ। এরপর দেশবাসী এর সুবিধা ভোগ করতে পারবেন।
রাজধানীতে উত্তরবঙ্গের যানবাহনের মূল প্রবেশদ্বার চন্দ্রা-আশুলিয়া বিমানবন্দর মহাসড়ক ধরে ২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক হবে ২ লেনের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে আবদুল্লাহপুর, আশুলিয়ার পথ ধরে নবীনগর মোড় ও ইপিজেড দিয়ে চন্দ্রা মোড় পর্যন্ত হবে এই উড়াল সড়ক। এর উভয় পাশে চার লেনের ১৪ দশমিক ২৮ কিলোমিটার সংযোগ সড়কও নির্মাণ হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২২ সালের মধ্যে এটি তৈরি হলে আশুলিয়া ও ইপিজেড শিল্প এলাকার যানজট নিরসন হবে। এ ছাড়া ঢাকার সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমের অন্তত ৩০টি জেলার যোগাযোগব্যবস্থা অত্যন্ত সহজ হবে।
তিনি আরও জানান, একনেকে পর্যালোচনা শেষে এটি ছাড়াও হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা, প্রযুক্তিগত সেবা ও ৫ স্তরের নিরাপত্তা নিশ্চিতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানুষের দুর্ভোগ কমাতে টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৪ লেনের সড়ক নির্মাণে ২ হাজার কোটি টাকা, বাহাদুরাবাদ ফেরিঘাট নির্মাণে সোয়াশ’ কোটি এবং বৃহত্তর ঢাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পৌনে ২ হাজার কোটি টাকার পৃথক প্রকল্পসহ মোট ৫ নতুন প্রকল্পে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয় একনেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
The post টমছম ব্রিজ থেকে বেগমগঞ্জ পর্যন্ত ৪ লেন প্রকল্প অনুমোদন appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2gAOlqj
October 24, 2017 at 06:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন