নৌ পরিবহন মন্ত্রীর কাছে সিলেটে পরিবহন শ্রমিকদের পাঁচ দাবি

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান আজ শনিবার সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রী শাহাজাহান খান এমপি।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি শাহ জামাল আহমদ, সনজিত কুমার দেব, জাবেদ সিরাজ, রুনু মিয়া মঈন, মতছির আলী, সুন্দর আলী খান, আব্দুছ ছালাম, আপ্তাব উদ্দিন, পাভেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, শাহজাহান মিয়া, নুরুল হক প্রমুখ।

সিলেট বিভাগীয় কমিটির দাবি দাওয়ার পেশ করে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ।

শ্রমিকদের দাবিগুলো হলো, ০১) সিলেট জেলা শ্রমিকলীগ নামধারী সংগঠন অবৈধভাবে সংগঠনগুলো পরিচালনার বিভিন্ন ভাবে বাধা প্রদান ও দখলবাজী করছে যা বন্ধ করতে হবে,০২) ১৭ জন শ্রমিক নেতার উপর মামলা দিয়ে হয়রাণী ও পুলিশ এসল্ট মামলা দিয়ে শ্রমিকদের হয়রাণী বন্ধ করতে হবে,০৩) ট্রাক ও ট্যাংকলরী সেক্টরে সংঘাত সংঘর্ষ বন্ধ করতে হবে,০৪) সিলেট কদমতলী বাস টার্মিনালে যুবলীগ নামধারী সন্ত্রাসী কর্তৃক গুলাগুলি ও মারধরে বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ,ও ০৫) হাইকোর্টের রায়ের পরও লাফার্জ কর্তৃক চাকুরীচ্যুত শ্রমিকদের পূর্ণবহাল ও বেতান ভাতার অবিলম্বে প্রদান করার ব্যবস্থা করতে হবে।

উপরোক্ত দাবীগুলো প্রধান অতিথি নৌ পরিবহণমন্ত্রী শাহাজাহান খান এমপি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এসময় প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iFi3OW

October 28, 2017 at 09:24PM
28 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top