লখনউ, ২৪ অক্টোবরঃ মহড়ার জন্য আজ লখনউ-আগ্রা হাইওয়েতে নামল বায়ু সেনার যুদ্ধ বিমান। যার জেরে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে এক্সপ্রেসওয়ে। হাইওয়েতে নামতে চলেছে ২০টি যুদ্ধ বিমান। যার মধ্যে রয়েছে, এএন-৩২, মিরাজ-২০০০ ও সুখোই ৩০ এমকেআইয়ের মত অত্যাধুনিক যুদ্ধ বিমান। প্রথমবারের জন্য ভারতে কোনো এক্সপ্রেসওয়েতে এমন ভারতীয় সেনার যুদ্ধ বিমান ওঠা-নামা করবে।
কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০টি বায়ু সেনার যুদ্ধবিমান ও কার্গো প্লেন এক্সপ্রেসওয়েতে নামানোর জন্য ১২টি হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ৩০২ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েতে রয়েছে ৬টি লেন। এটি বাড়িয়ে আট লেনের করার পরিকল্পনাও রয়েছে। আগ্রা থেকে শুরু করে রাস্তাটি ফিরোজাবাদ, মেনপুরী, এতাওয়া, ওরাইয়া, কনৌজ, হারদোই, কানপুর নগর ও উন্নাও হয়ে গিয়েছে লখনউ পর্যন্ত। ১৩,২০০ কোটি টাকা খরচে মাত্র ২২ মাসে শেষ হয়েছে এই সড়ক তৈরি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y1CZXd
October 24, 2017 at 11:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন