সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট বলতে এতদিন পরিচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট। চার-ছক্কার দর্শণীয় সব শটে ভরপুর এই ফরম্যাট নিয়ে মাতোয়ারা ছিল সবাই। এবার তার চেয়েও ভিন্ন কিছু আসতে যাচ্ছে ক্রিকেটে! টি-টেন ফরম্যাটের এই ক্রিকেট লিগ আসবে ডিসেম্বরেই! যাতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! খেলবেন বুমবুম খ্যাত শহীদ আফ্রিদিও। এছাড়াও থাকবেন বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা ও মিসবাহ উলকের মতো সাবেক তারকারা! ১০ ওভার ফরম্যাটের এই লিগে ম্যাচের স্থায়িত্ব হবে মোট ৯০ মিনিট। মঙ্গলবারই শারজায় এ নিয়ে জানানো হয় সব আনুষ্ঠানিকতা। ক্রিকেটকে আরও দর্শক আকর্ষী করতেই এমন পরিকল্পনার কথা জানান লিগের সভাপতি সালমান ইকবাল, অনেকেই রাস্তায় বা অলিগলিতে এই ১০ ওভারের ক্রিকেট খেলে থাকে। তাই এই ফরম্যাটকে দর্শকরা আরও উপভোগ করবে বলেই বিশ্বাস। তাই এটা হবে বড় পদক্ষেপ। দল কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। ইতোমধ্যে এই লিগে দলও কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। তার দলের নাম পাঞ্জাবি লিজেন্ডস। এছাড়া এই লিগ নিয়ে খুবই রোমাঞ্চিত আফ্রিদি, আমি এমন একটা খবর শুনে খুবই রোমাঞ্চিত ছিলাম। তারপরেই জানাই খেলতে রাজি আছি।একইভাবে মুখিয়ে আছেন ইংল্যান্ড অধিনায়ক এয়োইন মরগান। তিনিও থাকবেন এই লিগে, পুরো ধারণাই আমার কাছে উত্তেজানপূর্ণ লাগছে। কারণ সবাই জানি টি-টোয়েন্টি ফরম্যাট আসার পর থেকেই এটা কীরকম সাড়া ফেলেছিল। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম আবির্ভাব হয় ২০০৩ সালে। যদিও ২০০৫ সালেই হয়েছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যাতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবার নতুন এই ফরম্যাট কীরকম সাড়া ফেলে সেটাই দেখার। এআর/১৬:৩০/০৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g9vCSM
October 04, 2017 at 10:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন