নয়াদিল্লি, ২৬ অক্টোবর- ভারতে অনুষ্ঠিত ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মালির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন। আবেল রোইসের জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় স্পেন। তারপর দ্বিতীয়ার্ধে ফেরান টোরেস গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান। এই জয়ের ফলে তারা ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আরেক সেমিফাইনালে জয়ী ইংল্যান্ডকে। বুধবার (২৫ অক্টোবর) ডা. ডাই পাতিল মাঠে ৩-১ গোলে জয় পায় স্প্যানিশরা। শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করতে থাকে স্পেন। প্রতিপক্ষের রক্ষণে বারবার আঘাত হানা দলটি মালিকে একেবারে নাকানি চুবানি করিয়ে ছেড়েছে। আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাওয়া স্পেন প্রথম সাফল্য পায় ১৯তম মিনিটে। স্প্যানিশ তারকা আবেল রোইস দলকে লিড এনে দেন। তারপর চলে একের পর আক্রমণ পাল্টা আক্রমণ। কিন্তু মালির রক্ষণ ভাগে চিড় ধরাতে বেশ বেগ পেতে হয় স্পেনের খেলোয়ারদের। পরে প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবেল রোইস ফের গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জ্বলে উঠে মালিও। তারাও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে শেষে রক্ষা হলো না তাদের। ৭১তম মিনিটে আবার গোল খেলে বসে মালি। স্প্যানিশ তারকা ফেরান টোরেস গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তারপর ৭৪তম মিনিটে একটি গোল পরিশোধ করে মালি। মালি তারকা এলএন দাইয়ে গোলটি করেন। পরে শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন গোল না হলে ৩-১ গোলের ব্যবধান নিয়েই হাসি মুখে মাঠ ছাড়ে স্পেন। এর আগে অপর সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। আগামী ২৮ অক্টোবর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা যুদ্ধে নামবে স্পেন। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৭:০০/২৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zPTD9P
October 26, 2017 at 01:03PM
26 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top