পাঠনা, ১২অক্টোবরঃ বিহারের ২৮ জন বিধায়ককে আয়করের তরফ খেকে নোটিশ পাঠানো হল। এই বিধায়কদের আয়ের উত্স নিয়ে সংশয় ছিল আয়কর দপ্তরের। তারপর শুরু হয় তদন্ত। জানা গিয়েছে, তাঁদের বেশিরভাগ শাসকদল জেডিইউ-এর সদস্য। তবে ওই তালিকায় রয়েছেন বিজেপি ও আরজেডি বিধায়করাও। সকলের মিলিত সম্পত্তির পরিমাণ কমপক্ষে ৩০ কোটি টাকা। আয়কর দপ্তর জানিয়েছে, ওই নেতাদের কাছে আয়ের উত্স জানতে চাওয়া হয়। ২২ জনের কাছে সন্তোষজনক উত্তর মিলেছে বলে জানা যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yfMUFM
October 12, 2017 at 03:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন