মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইডি মোঃ কামরুল আহসান বিপিএম বলেছেন, মাদককে নির্মূল করা হবে। সকল মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহন করা হবে। তিনি বলেন, জঙ্গিবাদকে সকলে মিলে প্রতিহত করতে হবে। তা না হলে বাংলাদেশের সকল উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে। বিশ্বনাথ একটি আলোকিত উপজেলা। এই উপজেলার ঐতিহ্য ধরে রাখতে দল ও মতের উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে উন্মুক্ত মতামত পেশ করেন রাখেন খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান পীর মোহাম্মদ লিয়াকত হোসেইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মালাকার, বিশ্বনাথ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমর বৈদ্য, মুরব্বি ওয়ারিছ খান, শিক্ষক জামিল আহমদ, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, ইউপি সদস্য জহুর আলী মেম্বার, শামসুদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংবাদিক আব্দুস সালাম, সংগঠক আব্দুস সালাম মুন্না, তজম্মুল আলী, ছামির আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিশ্বনাথ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, বিশ্বনাথ পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার পাল, সাবেক সভাপতি নিশিকান্ত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সভাপতি রুপক কুমার দে, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, আরিফ উল্লাহ সিতাব, আব্দুন নুর, শংকর চন্দ্র ধর, আব্দুল মতিন, সূফি সমাছুল ইসলাম, বিশ্বনাথ লার্ণিং পয়েন্ট’র স্বত্তাধিকারী মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মোঃ আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, রোহেল মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, ইউপি সদস্য আব্দুল বারী, আব্দুল মুমিন মামুন, শামিম আহমদ, সায়েখুর রহমান, রিয়াজ আলী, আমির উদ্দিন, নাছির উদ্দিন, বখতিয়ার আহমদ প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2yywQRt
October 18, 2017 at 06:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন