ঢাকা, ০১ অক্টোবর- সদ্যপ্রয়াত নায়করাজ রাজ্জাকের বাড়ির নামফলক চুরি হয়ে গেছে। রাজধানীর গুলশান-২ এলাকার ৩৬ নম্বর সড়কের লক্ষ্মীকুঞ্জ নামফলকটি শনিবার সকালে চুরি হয়ে যায়। তবে কে বা কারা চুরি করে নিয়ে গেছে তা জানা যায়নি। নায়করাজের ছেলে খালেদ হোসাইন সম্রাট তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আজ সকালে উঠে দেখি আমাদের বাড়ির নেমপ্লটটা চুরি হয়ে গেছে। ভাগ্যিস বাড়ির গেটটা খুলে নিয়ে যায়নি...। (Aj sokale utthe dekhi amader barir nameplate ta churi hoye gechhe, vaggis barir gate ta khule niye jaini....) নায়করাজ রাজ্জাক মারা যাওয়ার আজ ৪০ দিন পূর্ণ হচ্ছে। আজ তার চেহলাম অনুষ্ঠিত হচ্ছে। সবাই যখন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত এরই মধ্যে এলো নামফলক চুরির খবর। উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এআর/১৭:১০/০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x6GDKm
October 01, 2017 at 11:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন