আইসিসি র‍্যাংকিংয়ে এক নম্বরে বিরাট

দুবাই, ৩০ অক্টোবরঃ  কানপুরে কেরিয়ারের ৩২ তম শতরান করলেন বিরাট কোহলি। তার সঙ্গে ৮৮৯ পয়েন্ট নিয়ে চলে গেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে স্থানে। এই তালিকার দু নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স, তাঁর পয়েন্ট ৮৭২ ও তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার, তাঁর পয়েন্ট ৮৬৫। এতদিন সচিন তেন্ডুলকরের দখলে ছিল ৮৮৭ পয়েন্ট। এবার সেটা টপকে ৮৮৯ পয়েন্ট হয়ে গেল বিরাট কোহলির নামের পাশে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিরাট কোহলি করেছেন ২৬৩ রান। তাঁর মধ্যে একটি ইনিংসে ১২১, অন্য একটি ইনিংসে ১১৩।

মহেন্দ্র সিং ধোনি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ কেরিয়ারের সেরা তিন নম্বর স্পটে উঠে এসেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ziEGQo

October 30, 2017 at 06:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top