ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের আত্মহত্যা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ● গ্রামীন ব্যাংকের কিস্তি ও ঋণের বোঝা সইতে না পেরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোট ধুশিয়া গ্রামের কনু মিয়ার ছেলে মোঃ ফারুক (৩৮) গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরের পাড়ে কদম গাছের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত ফারুক।

সংসারের বরণ-পোষনের জন্য ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে লোন নেয় এবং পাড়া-প্রতিবেশীর কাছ থেকেও টাকা ধার নিয়েছিল সে। কিছুদিন যাবৎ কোন ভাবেই কিস্তি ও ধার নেওয়া টাকা পরিশোধ করতে পারছিল না সে।

গ্রামীণ ব্যাংকের কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারনে এলাকার লোকজন ও কিস্তির লোকজনের হাত থেকে মুক্তিপেতে সে আত্মহত্যা করেছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় থানার এসআই বিকাশ মন্ডল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

The post ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের আত্মহত্যা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2ywWR3h

October 18, 2017 at 06:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top