আরব আমিরাত, ২৮ অক্টোবর- টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করেছে পাকিস্তানশেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১২ রান। প্রথম বলেই বিকুম সঞ্জয়া ফেরালেন ফাহিম আশরাফকে। জমে যাওয়া ম্যাচে পাকিস্তানের হাতে তখন ২ উইকেট। পরের বলে ১ রান হওয়ায় শেষ ৪ বলে তাদের দরকার ১১ রান। তৃতীয় বলে নাটক জমলো আরও, লং অফে হাসান আলীর ক্যাচ ছাড়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ৩ রান উপহার দিল শ্রীলঙ্কা। যদিও সব নাকটের অবসান ঘটালেন শাদাব খান চতুর্থ বলে ছক্কা মেরে। যাতে আবুধাবির দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ৯ উইকেটে মাত্র ১২৪ রান করলেও পাকিস্তানের ২ উইকেটের জয় নিশ্চিত হয় ১ বল আগে। ম্যাচের সঙ্গে সিরিজটাও জিতে নিয়েছে স্বাগতিকরা ২-০ ব্যবধানে। ফাহিম আশরাফের বোলিং তোপে সংযুক্ত আরব আমিরাতে আরেকবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২৩ বছর বয়সী এই পেসার করেছেন হ্যাটট্রিক। দানুস্কা গুনাথিলাকা ও দিলশান মুনাবিরা শুরুটা দুর্দান্ত করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউ দাঁড়াতেই পারেননি। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করে আউট হন মুনাবিরা (১৯)। গুনাথিলাকা অবশ্য হাফসেঞ্চুরি পূরণ করে ৪৮ বলে খেলেন ৫১ রানের ইনিংস। ওয়ান ডাউনে নামা সাদিরা সামারাবিক্রমাও খেলেন গুরুত্বপূর্ণ ৩২ রানের ইনিংস। ওই শেষ! শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানকে দাঁড়াতেই দেননি ৩ উইকেট পাওয়া ফাহিম। ১৯তম ওভারের শেষ তিন বলে ইসুরু উদানা (৬), মাহেলা উদায়েত্তে (০) ও দাসুন শানাকাকে (১) ফিরিয়ে এই পেসার পূরণ করেন হ্যাটট্রিক। লঙ্কানদের আট ব্যাটসম্যান যেতেই পারেননি দুই অঙ্কের ঘরে। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভুগতে হয়েছে পাকিস্তানকেও। আহমেদ শেহজাদ (২৭) ও ফখর জামান (১১) উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩০ রান। তবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাবর আজম (১) ও শোয়েব মালিক (৯)। ৫৫ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে পথে ফেরান অবশ্য মোহাম্মদ হাফিজ (১৪) ও সরফরাজ আহমেদ (২৮)। তাদের আউটের পর আবার ম্যাচ দুলতে থাকে দুই দলের দিকে। যদিও শেষ ওভারের নাটকীয়তায় টানা দ্বিতীয় জয় নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। জয় নিশ্চিত করা শাদাব খান ৮ বলে খেলেছেন হার না মানা গুরুত্বপূর্ণ ১৬ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই স্পিনার। আর একটি মাত্র বল মোকাবিলা করে হাসান আলী যোগ করেন ৩ রান। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার থিসারা পেরেরা, ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এমএ/০১:৫০/২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zMqHi0
October 28, 2017 at 07:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top