জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন আজ। ৫০ বছর পূর্ণ হলো তাঁর। জন্মদিন পালনের পরিকল্পনা নিয়ে একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম বড় আকারে একটা অনুষ্ঠান করব। ঢাকা ক্লাবে বুকিং দিতে চেয়েছি। পরে ভেবে দেখলাম, এসব করব না। আমি নিজেও এতিম, মা-বাবা নেই। তাই আজকের দিনটা এতিমদের সঙ্গে কাটাব। আজ ঢাকার বিভিন্ন এতিমখানার ১ হাজার ছেলেমেয়েকে দুপুরের খাবার খাওয়াব। ধানমন্ডির এক এতিমখানায় আমি আজ ওদের সঙ্গে দুপুরের খাবার খাব। তিনি বলেন, আগে ভাবতাম ৫০ বছর মানে অনেক সময়, অনেক বয়স। এখন দেখছি কিছুই না! আজ সকাল থেকে মনে হচ্ছে, অনেক কিছু করতে হবে। অনেক কাজ বাকি রয়ে গেছে। আমাকে এই জগতে পাঠানো হয়েছে একটা মিশন দিয়ে। পজিটিভ মিশন। এই মিশন সফলভাবে শেষ করতে চাই। মানুষের জন্য, দেশের জন্য এমন কিছু করতে চাই, যা থেকে সবার কল্যাণ হবে, সবার উপকার হবে। আরএস/০৯:১৪/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fIUIqV
October 04, 2017 at 08:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top