ব্লুমফন্টেইনে, ২৮ অক্টোবর- দক্ষিণ আফ্রিকার কাছে পরশু ব্লুমফন্টেইনে ২০ রানে হারলেও বাংলাদেশের পারফরম্যান্সে খুশি নাজমুল হাসান। বিসিবি সভাপতি এবার দক্ষিণ আফ্রিকা সফরে এই প্রথম লড়াইয়ের ছাপ দেখে সাকিব আল হাসানকে ভালো খেলেছ লিখে এসএমএস পাঠিয়েছেন। উত্তরে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুলকে জানিয়ে রেখেছেন কিছু পরিবর্তন আনতে চান কাল পচেফস্ট্রুমে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে। একাদশে কী পরিবর্তন আসতে পারে, সেটি না বললেও একজন ব্যাটসম্যান বাড়ানোর ইঙ্গিত থাকল নাজমুলের কথায়। সেটি হলে সুযোগ পেতে পারেন নাসির হোসেন। কিন্তু ২৫ বছর বয়সী অলরাউন্ডার কার জায়গায় খেলবেন, সেটি এখনো পরিষ্কার নয়। প্রথম টি-টোয়েন্টিতে বাজে বোলিং করেছেন শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসারই বোলিং করেছেন ২ ওভার করে। ২১ রান দিয়ে তাসকিন ছিলেন উইকেটশূন্য। শফিউল তো আরও খরুচে, ৩৩ রান দিয়ে তিনিও উইকেটশূন্য। বোলিং আক্রমণে পরিবর্তন এলে এখানেই আসার সম্ভাবনা বেশি। একাদশে পরিবর্তন নিয়ে কাল নাজমুল হাসান বলেন, সামনে আরেকটা ম্যাচ আছে। সাকিব কিছু পরিবর্তনের পরামর্শ দিল। আমি বলেছি যেটা ভালো হয় করো। গত ম্যাচে শেষ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা যেখানে করেছে ৬২ রান। বাংলাদেশ সেখানে তুলেছে ৪২ রান। ঠিক ২০ রানের ঘাটতিই নির্ধারক হয়ে গেছে জয়-পরাজয়ে। শেষ দিকে প্রত্যাশা অনুযায়ী এই রান না ওঠাটা ভাবাচ্ছে বিসিবি সভাপতিকেও, সাব্বিরের (রহমান) পর চার পেসার আসছে। কিন্তু শেষে ছক্কাটা মারবে কে? দেখেছেন ওরা (দক্ষিণ আফ্রিকা) ৫ ওভারে কত রান করেছে? আমাদের এই সময়টা কাজে লাগাবে কে? সাকিবের পরিবর্তনেই হয়তো এর উত্তর মিলবে! সূত্র: প্রথম আলো আর/১৭:১৪/২৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yXmAm8
October 29, 2017 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top