বিশ্বনাথে ১২ শত পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

Press Photo 01.10.2017 (3) Cpc-1বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে ১২২৩পিস ইয়াবা ট্যাবলেট’সহ রহমত আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সে বিশ্বনাথ উপজেলার হরিখলস (বিদায়সুলপানি) গ্রামে মাহমুদ আলী পুত্র। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের (বাইপাস) আব্দুল হাসিম মোড়রস্থ ছইদুর রহমান মার্কেট এর সামন থেকে রহমত আলীকে আটক করে র‌্যাব।

সিলেট র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেটের বিশ্বনাথ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের (বাইপাস) আব্দুল হাসিম মোড়রস্থ ছইদুর রহমান মার্কেট এর সামন থেকে রহমত আলীকে ১২২৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লক্ষ ১১ হাজার ৫ শত টাকা। রহমত দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আটককৃত রহমত আলী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে সিলেট জেলা ও তার আশপাশের এলাকায় মাদক সেবীদের কাছে অর্থের বিনিময়ে পৌঁছে দেয় এবং সে এক জন পেশাদার মাদক ব্যাবসায়ী। তার উক্ত অপরাধের কারনে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক ব্যবসায়ী রহমতকে গ্রেফতার করায় স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, উদ্ধারকৃত মাদকদদ্রব্য’সহ ও আটককৃত রহমত আলীকে শনিবার রাতেই বিশ্বনাথ থানায় হস্তান্তর করে র‌্যাব। এঘটনায় রোববার (১অক্টোবর) তার (রহমত) বিরুদ্ধে র‌্যাবের এসআই আল ইমরান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা -১।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2x7ncRn

October 01, 2017 at 09:54PM
01 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top