– হ্যালো, শাকিব খান বলছেন?/ – হ্যালো, কে?
– আপনি শাকিব খান, তাই না?/ – না আমি ইজাজুল আহমেদ।
– কী করেন আপনি?/ – রাজমিস্ত্রি! আপনি কে?
অপর প্রান্তে ফোন কেটে যায়। দুরপ্রান্ত হবিগঞ্জের বানিয়াচং গ্রামে বসে ইজাজুল মাথা ঝাঁকুনি দিয়ে ফোন রেখে দেয়, ভুল নম্বর হয়তো। শাকিব তো তারও প্রিয় নায়ক। ভুলে হয়তো এসেছে। তার সে ভুল ভাঙতে বেশি সময় লাগে না। আবারও ফোন। অপরিচিত নম্বর।
এবার ‘হ্যালো’ বলেই চুপ করে যান ইজাজুল।
– ভাই, শাকিব ভাই, আমি আপনার ভক্ত। হ্যালো…
ইজাজুল চমকে ওঠেন। ধাতস্ত হওয়ার আগেই ফোন কেটে দেন।
এরপর যা ঘটতে থাকে তা ইজাজুলের জীবনের অন্যতম ঘটনার একটি। একের পর এক ফোন। বৃষ্টির মতো ফোন। তারা সবাই চায় শাকিব খানকে। কেউ তার কথা বিশ্বাস করে কেউ করে না। ফোনের পর ফোন আসতে থাকে। ইজাজুল অস্থির হয়ে যান, রহস্য খুঁজে পান না।
চাকরি হারানোর গল্প
রাজমিস্ত্রি ইজাজুলের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং গ্রামে। মহাজনের সঙ্গে তার কাজ। মাস শেষে রোজচুক্তির বেতন একবারে নেন। একদিন মহাজন তাকে ডাকলেন। বললেন, ‘তোমার এত ফোন আসে কেন? অন্যরা বিরক্ত হয়ে যায়। তুমি অন্য জায়গায় কাজ দেখো।’
ঈদের সময় তিন হাজার টাকা জমা হয়েছিল। সে টাকাটা না নিয়েই সেখান থেকে বিদায় নিতে হয় ইজাজুলকে।
তার ভাষ্য, ‘আমার পাশের সব মিস্ত্রিরা খুবই বিরক্ত হয়। এছাড়া যেখানে কাজ করতাম সেখানের লোকও বিরক্ত। তাই কাজটা ছেড়ে দিতে হয়েছে। আর একা একা রাজমিস্ত্রির কাজ পাওয়াটা কঠিন। এখনও মহাজনের সে টাকাটা পাইনি।’
ইজাজুলের প্রশ্ন: কেন এমন ঘটছে?
প্রথম ধাক্কায় চাকরি হারায় এই যুবক। তারপর অনেকদিন পর বুঝতে পারেন হাজার হাজার ফোনের কারণ।
‘‘এলাকার এক ছেলে আমাকে বিষয়টি খুলে বলে। জানায়, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিতে নাকি আমার নম্বর ব্যবহার করা হয়েছে। যেখানে শাকিব খান অপুকে আমার নম্বর দিচ্ছেন। আর সবাই এটা শাকিব খানের নম্বর ভেবে আমাকে ফোন দিচ্ছেন।’’
ঘটনার সূত্রপাত মূলত বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির মাধ্যমে। যেখানে পরিচালক অনুমতিবিহীন তার নম্বরটি ব্যবহার করেছেন। ছবি মুক্তির পর থেকেই বিড়ম্বনার মধ্যে দিন কাটছে ইজাজুলের ।
‘রাজনীতি’ ছবির সেই বিশেষ অংশটির ইউটিউব লিংক:
নতুন বিড়ম্বনার শুরু
বোনের বিয়ে। এলাকায় যেতে পারেন না ইজাজুল। এলাকায় ছড়িয়ে পড়েছে পরকীয়া করছেন বিবাহিত ইজাজুল। এর রেশ পড়ে বিবাহিত জীবনেও। স্ত্রী রাগ করে চলে যায় বাপের বাড়ি। স্ত্রীর প্রশ্ন, সারাদিন কেন মেয়েদের ফোন আসবে? নিশ্চয়ই তুমি প্রেম করো। উত্তর দিতে পারেন না ইজাজুল।
তবে স্ত্রীকে ফেরাতে পারেন। অনেক চেষ্টার পর তাকে নিয়ে ‘রাজনীতি’ ছবিটি দেখেন এ যুবক। স্ত্রী বুঝতে পারেন বিষয়টি। দেড় মাস পর স্বামীর ঘরে ফেরেন তিনি।
তবে ঝামেলো পিছু হটে না। কিস্তির টাকায় অটোরিক্সা কিনেছিলেন দরিদ্র এ রাজমিস্ত্রি। সপ্তাহে একদিন করে থানায় ডিউটি করতে হয়। এদিকে ইজাজুলের ফোন সারাদিন ব্যস্ত, তাকে না পেয়ে নাখোশ হন থানার কর্তারা। তার গাড়ি চালানো বাতিল করা হয়। এদিকে কিস্তি শোধ করতে হবে। উপায় না পেয়ে বিক্রি করে দেন সাধের অটোরিক্সাটি!
মুখোমুখি বুলবুল বিশ্বাস
যার সামান্য একটা অসচেতনায় অন্যজন মাশুল দিচ্ছেন, ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস কী বলেন?
বুলবুল বললেন, ‘এটা একটি র্যানডম নম্বর। দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা বহুদিন এটি পর্যবেক্ষণে রেখেই নম্বরটি ব্যবহারের সিদ্ধান্ত নিই।’
কিন্তু কারও কি অনুমতি নিয়েছেন- এ প্রশ্নের উত্তর দিতে পারেননি এ নবীন পরিচালক। বলেন, ‘এটা নিয়ে এখন কেন নতুন করে কথা হচ্ছে, বিষয়টি বুঝলাম না। আমি বিষয়টি জানার পর পত্রিকায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছি। উনি চাইলে অন্য একটা নম্বর ব্যবহার করতেই পারেন। তিনি কেন করছেন না? নাকি এখন আমি তো ভিন্ন কথা বলতে পারি যে, উনি ছবিতে দেখে নতুনভাবে নম্বর কিনেছেন। তারপর উল্টো নিজের দাবি করছেন।’
কিন্তু কবে পত্রিকায় বিবৃতি দিয়েছেন তার তারিখ ও পত্রিকার নাম বলতে পারেননি পরিচালক।
এদিকে পরিচালকের এমন কথার যুক্তি খুঁজে পাওয়া কঠিন। কারণ নম্বরটি পুরনো সিরিজের। এটা ৫ বছর বন্ধ থাকলে এর অপারেটর জিপি নতুন করে বিক্রি করতে পারবে। তাই এই নম্বর এখনই কেনার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া ইজাজুল বায়োমেট্রিক পদ্ধতি রেজিস্ট্রেশন নিজেরসহ বিভিন্ন কাগজ উপস্থাপন করেন।
কেন নম্বর পরিবর্তন করছেন না ইজাজুল
প্রশ্নটি করা হয়েছিল তাকে। তার কথা হলো- ‘আমার নম্বর আমি ব্যবহার করব। অন্য কেউ কি এটা ব্যবহার করতে পারবে? নম্বর পরিবর্তনের বিষয়টি আমাকে বানিয়াচং থানার ওসি সাহেবও বলেছিল। কিন্তু আমি এর শেষ দেখতে চাই। এ ঘটনার জন্য আমার অনেক সম্মান খোয়াতে হয়েছে। এলাকার লোকজন কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। তাদের কথা, যার পেটে ভাত পড়ে না, সে কিভাবে পরকীয়া করে? শুধু আমি না, আমার পরিবারের লোকজনও হেয় হয়েছে। তাই আমি সম্মান ফিরে পেতে চাই। ভেবে দেখুন তো, একজন সচেতন মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব?’
প্রসঙ্গত, বুলবুল বিশ্বাস পরিচালিত এবং শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত আলোচিত সিনেমা ‘রাজনীতি’ মুক্তি পায় চলতি বছরের ২৬ জুন।
The post শাকিব খানের ফোন নম্বর নিয়ে বিপাকে রাজমিস্ত্রি! appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xJJApc
October 16, 2017 at 09:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.