অপু বিশ্বাস নতুন ছবি করছেন-এমন গুজব ছড়াচ্ছেন অনেকে। তবে অপু বললেন ভিন্ন কথা। জানালেন, এখন তিনি শুধু নিজেকে ফিট রাখার মিশনেই ব্যস্ত আছেন। অপু বলেন, আমি এখন নিজেকে ফিট রাখার মিশনে আছি। যখন নতুন সিনেমায় অভিনয় করব, তখন ঘোষণা দিয়েই আসব। আমাকে না জানিয়ে অনেকেই মনগড়া খবর ছড়াচ্ছে। এসবের কিছুই আমি জানি না। সম্প্রতি অপু বিশ্বাস কাঙাল নামে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলে গুজব ছড়ায়। এ বিষয়ে অপু বলেন, এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি ঠিকই, কিন্তু আমি না করে দিয়েছি। নিজেকে পুরোপুরি তৈরি না করা পর্যন্ত নতুন কোনো সিনেমায় কাজ করব না। এদিকে অপু বিশ্বাসকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করার ঘোষণা এর মধ্যে অনেকেই দিয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যাঁরা এখন অপুকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছেন, তাঁরা সবার নজরে আসতে চান। কারণ, অপু দেশের সিনেমার সবচেয়ে আলোচিত মুখ। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:৩০/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gVVYbp
October 21, 2017 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top