রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন জর্ডানের রানী

সুুুরমা টাইমস ডেস্ক:: জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ রোহিঙ্গা শিবির পরিদর্শনে ২৩শে অক্টোবর সোমবার বাংলাদেশে আসছেন। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

রানী রানিয়া কক্সবাজারের কুতুপালংয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করবেন। তিনি আইআরসির একজন বোর্ড সদস্য এবং জাতিসংঘের মানবিক সংস্থার একজন পরামর্শক। পরিদর্শনের সময় তিনি সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীদের সঙ্গে কথা বলবেন। তাঁর এ সফরের শেষে রানিয়া গণমাধ্যমের কাছে তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন।

রাখাইনে গত ২৫শে আগস্ট তল্লাশিচৌকিতে হামলার জের ধরে মিয়ানমারের সেনাবাহিনী সেখানে নিপীড়ন শুরু করে। এখন পর্যন্ত রাখাইন থেকে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yYHfqE

October 22, 2017 at 12:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top