নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় বিএনপি নেতার মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার রাতে কুমিল্লার বার্তা ডটকমকে বিষয়টি জানিয়েছেন।
মৃত্যু তার বয়স হয়েছিল (৮৫)। দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারন বেগম খালেদা জিয়ার ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর।
বর্ণাঢ্য এই রাজনীতিকের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার সংক্ষেপে তিনি এম কে আনোয়ার হিসেবেই সর্বময় পরিচিত। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লার হোমনায় জন্ম গ্রহণ করেন। কর্মজীবনে পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বিএনপির রাজনীতিতে জড়িয়ে পরবর্তীতে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ওই মেয়াদকালে তিনি দুইবার বিএনপি সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
The post বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2gEcsIm
October 24, 2017 at 03:12AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন