কুমিল্লার অলিগলিতে ইলিশ!

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা শহরের অলিতেগলিতে ইলিশ বিক্রি ধুম পড়েছে। গত কয়েকদিন প্রতিদিন দিন থেকে রাতে পর্যন্ত কুমিল্লার সব বাজারেই বিক্রি হচ্ছে ছোট বড় ইলিশ। কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারে রুপালী ইলিশে সয়লাব হয়ে গেছে। বাজারে ইলিশ মাছ ছাড়া যেন আর কিছু নেই। আর এতে রুপালী ইলিশের স্বাদ নেওয়ার জন্য ভিড় জমিয়েছেন ভোজনরসিক ক্রেতারা।

শবিবার কুমিল্লার শহরের রাজগঞ্জ বাজার, নিউমার্কেট, মগবাড়ী চৌমুহনী বাজারে এ চিত্র দেখা গেছে। এছাড়া পাড়া মহল্লায় ফেরি করে বিক্রি করছেন হকাররাও।

এদিকে ১ অক্টোবর রোববার রাত ১২টা (এন্টি মেরিডিয়াম) টানা ২২দিন ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ সারাদেশের ছয়টি অভয়াশ্রম এলাকায় এ কর্মসূচি চলবে।

কুমিল্লা জজকোর্টের চাকরিজীবী স্বপন সিংহ রায় জানান, ঈদের পর থেকে বাজারে ইলিশ মাছে সয়লাব হয়ে গেছে। দেখে মনে হচ্ছে শুধু ইলিশ মাছের বাজার। আর মাছ ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারাও খুশি। তিনি আরো জানান, এ বছরের মধ্যে সবচেয়ে কম দামে ইলিশ মাছ এ সময়ে খেতে পেরেছি।

মাছ ব্যবসায়ী রতন দাস বলেন, মেঘনার ও নোয়াখালীর মাছ এ বাজারে বেশি। ১ কেজি ওজনের ইলিশ মাছ ৩০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কম থাকায় বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বলেও জানান তিনি।

The post কুমিল্লার অলিগলিতে ইলিশ! appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xH6sVC

October 01, 2017 at 10:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top