শালকুমারহাট, ৩ অক্টোবরঃ সোমবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। এর মধ্যে দুটি পাটের গুদামঘর ও একটি ফলের দোকান। আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট বাজারের ঘটনা। স্থানীয় ব্যবসায়ী মহলের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট লক্ষাধিক টাকা।
জানা গিয়েছে, সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ প্রথমে একটি পাটের গুদামে আগুন লাগে। পাশেই ছিল একটি ফলের দোকান ও আরেকটি পাটের গুদাম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই দুই দোকানেও। খবর পেয়ে ফালাকাটা ও আলিপুরদুয়ার থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজারের ঘিঞ্জি এলাকায় গুদামঘরগুলি থাকায় এবং জলের সমস্যার জন্য আগুন নেভাতে দমকলের ইঞ্জিনকে বেশ বেগ পেতে হয়। রাতেই শালকুমারহাটে ছুটে আসেন আলিপুরদুয়ার থানার আইসি প্রদীপ সরকার ও আলিপুরদুয়ার ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন দে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।
সংবাদদাতা ও ছবিঃ সুভাষ বর্মন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ym0QAG
October 03, 2017 at 07:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন