কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ছেলে।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ২টার দিকে বুলবুল হোসেনের নেতৃত্বে ৭-৮ মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে মাদক নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য ভর্তি করেন।
সোমবার ভোরে দৌলতপুর থানা পুলিশ উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি জানান, মথুরাপুর বাজার থেকে বুলবুল নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুনেছি বিএসএফের গুলিতে বুলবুল আহত হয়েছিল। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, পরিবারের সদস্যরা তার লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে ৪৭ বিজিবি অধীনস্থ জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলারসংলগ্ন ভারত ভূখণ্ডের ২০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি বুলবুল হোসেন গুলিবিদ্ধ হয়। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y9vGLA
October 09, 2017 at 12:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন