হবিগঞ্জে বিকেলে গ্রেফতার, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সুরমা টাইমস ডেস্ক:: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত যুবক ডাকাত দলের সদস্যা। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দাড়াগাঁও চা বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মদন মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, গতকাল বুধবার বিকেলে গ্রেফতারকৃত মদন মিয়ার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং অন্য ডাকাতদের ধরতে তাকে নিয়ে দাঁড়াগাও চা বাগানে যায় পুলিশ। ওই সময় পাহাড় থেকে মদনের সহযোগিরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সহযোগিদের গুলিতেই মদন গুরুতর আহত হন ও পুলিশের এএসআই সুহেল ছাদ এবং কনস্টেবল ইমরান আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মদনকে মৃত ঘোষণা করেন।

কুখ্যাত ডাকাত মদন মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xACO56

October 12, 2017 at 08:13PM
12 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top