এবার থেকে ওলা-উবেরের মতই ভাড়া করা যাবে বিমান

নয়াদিল্লি, ১৯ অক্টোবরঃ এবার থেকে ভাড়া করা যাবে প্রাইভেট বিমান। ঠিক যেভাবে ওলা-উবের ভাড়া করা হয়, সেভাবেই বিমান ভাড়া করা যাবে। মানুষকে সুবিধা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বেসরকারি বিমান সংস্থাগুলি এই বিমান পরিসেবা দেবে।

এই ব্যবস্থার অন্যতম উদ্যোগী হলেন ক্রিকেটার যুবরাজ সিং। তাঁর কোম্পানির নাম জেট-সেট-গো। তাঁর ব্যবসায়ী পার্টনার কণিকা তেকরিওয়াল জানিয়েছেন, প্রতিঘণ্টায় বিমানভাড়া ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা। তবে কোম্পানির উপর নির্ভর করে এর ভাড়া পরিবর্তিত হবে। এক্ষেত্রে বিমানভাড়া ৫০% পর্যন্ত কমে যাওয়ার অফারও থাকবে। অথবা বেড়েও যেতে পারে সেই ভাড়া।

এখনও পর্যন্ত বিমানগুলিতে ৬ থেকে ৯টি সিটের বন্দোবস্ত করা হয়েছে। পরে হলিডে প্যাকেজ লঞ্চ করার পরিকল্পনা আছে তাদের। এছাড়া চালু হচ্ছে অ্যাম্বুল্যান্স সার্ভিসও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2il3SP4

October 19, 2017 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top