সৌদি আরব নাগরিকত্ব পেল রোবট

রিয়াধ, ২৭ অক্টোবরঃ অভিনব পদক্ষেপ গ্রহন করল সৌদি আরব। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মধ্য প্রাচ্যের এই দেশটি এবার এক যন্ত্রমানবকেই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশিত প্রতিবেদনের দাবি, পৃথিবীতে কোনও রোবটকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এই প্রথম।

জানা গিয়েছে, রোবটটি একজন নারী এবং তার নাম সোফিয়া। ইতিমধ্যেই সোফিয়া রাজধানী রিয়াধে আয়োজিত এক ইভেন্টে বক্তব্য রাখার জন্য অংশগ্রহণ করেছে। দেশের আধুনিকীকরণের জন্য বিদেশি বিনিয়োগ টানতে এই ইভেন্টের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সোফিয়া জানায়, ‘সৌদি আরবকে কৃতজ্ঞতা জানাই। এই অনন্য সম্মান পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটা ঐতিহাসিক একটি মুহূর্ত। কারণ এই প্রথম সারা বিশ্বে কোনও রোবট নাগরিকত্ব পেল।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ySaMlf

October 28, 2017 at 01:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top