পাঁশকুড়া, ২২ অক্টোবরঃ একই লাইনে দুটি ট্রেন। ক্ষীরাই ও পাঁশকুড়া স্টেশনের মাঝে দুটি ট্রেনের সংঘর্ষ হল। সংঘর্ষ হয় হাওড়া-মেদিনীপুর লোকাল ও হাওড়া-বালিচক লোকালের মধ্যে। আজ বিকেল পৌনে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে।
ক্ষীরাই ও পাঁশকুড়া স্টেশনের মাঝে যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। মালগাড়িটিকে দেখে দাঁড়িয়ে পড়ে হাওড়া-মেদিনীপুর লোকাল। সেসময় আচমকাই পেছনে থাকা হাওড়া-বালিচক লোকাল এসে মেদিনীপুর লোকালকে ধাক্কা মারে।
এই ঘটনায় আহত হয়েছেন মেদিনীপুর লোকালের গার্ড সহ বেশ কয়েকজন যাত্রী।
দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় ন্যূনতম হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে মেদিনীপুর লোকালের শেষ কামরা এবং বালিচক লোকালের প্রথম কামরা। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল। দুর্ঘটনার জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zuvep0
October 22, 2017 at 05:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন