কুমিল্লার বার্তা ডেস্ক ● বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের ১৩তম বিবাহবার্ষিকী ৭ অক্টোবর শনিবার। বিশেষ এই দিনটি প্রতি বছরই ঘরোয়া আয়োজনে উদযাপন করেন এই তারকা জুটি। তবে এবার দিনটি উদযাপন করতে হঠাৎ করেই কুমিল্লা গেছেন তারা।
রোবেনা রেজা জুঁই জানান, এই দিনটি সবসময় পারিবারিকভাবে কাটানো হয়। দু’জনেই চেষ্টা করি যেন কোনো শুটিং না থাকে। এবারো দিনটিতে ছুটির আমেজে আছি। এক ছোট ভাইয়ের আমন্ত্রণে কুমিল্লায় এসেছি। জুঁই জানান, ওর নাম শাহিদুল্লাহ সবুজ। সে মোশাররফের নাটকের দলের (নাট্যকেন্দ্র) ছোট ভাই। সবুজ অনেক দিন ধরেই বলছিল; ওর গ্রামের বাড়িতে যেতে। দিনটিতে দু’জনেরই কোনো কাজ নেই; তাই হঠাৎ করেই রাজি হয়ে গেলাম।
‘গতকাল রাতে রওনা হয়ে ভোরবেলায় কুমিল্লায় এসেছি। সন্ধ্যার পরই ঢাকায় ফিরে আসবো। কাল থেকে আমাদের দুজনেরই শুটিং রয়েছে। তাই রাতেই ঢাকা ফিরতে হবে।’ বললেন তিনি।
মোশাররফ করিম
বিশেষ এই দিনটিতে প্রিয় মানুষকে কি উপহার দিয়েছেন জানতে চাইলে জুঁই জানান, সেভাবে পরিকল্পনা করে কখনো কিছু কেনা হয় না। তবে আমার হ্যান্ডব্যাগ খুব পছন্দ। সে হ্যান্ডব্যাগ; আরো কিছু গিফট দিয়েছে আমাকে। আমি ওর পছন্দের কিছু উপহার দিয়েছি। জুঁইয়ের সঙ্গে মোশাররফ করিমের প্রথম পরিচয় ২০০০ সালে। তারপর চার বছর প্রেমের সম্পর্কের পর ২০০৪ সালের এদিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রায়ান নামের তাদের একটি সন্তান রয়েছে।
The post বিবাহবার্ষিকীতে কুমিল্লায় মোশাররফ-জুঁই appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2fQdexu
October 07, 2017 at 07:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.