দেশের প্রথম আয়ুর্বেদিক ইনসস্টিটিউটের উদ্বোধন করলেন মোদি

নয়াদিল্লি, ১৭ অক্টোবরঃ ভারতে আয়ুর্বেদ চিকিত্সার মুকুটে আরেকটি নতুন পালক যোগ হল। দিল্লির সরিতা বিহারে আজ আয়ুর্বেদ দিবসে দেশের প্রথম আয়ুর্বেদিক ইনসস্টিটিউটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদা (এআইআইএ) তৈরি হয়েছে এইমসের কায়দায়।

শীর্ষ প্রতিষ্ঠান আয়ুস-এর অধীনে তৈরি হয়েছে এই ইন্সটিউটটি। ভারতের ঐতিহ্যশালী প্রাচীন আয়ুর্বেদের সঙ্গে চিকিত্সাশাস্ত্রের অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হয়েছে এই চিকিত্সা কেন্দ্রটি।

১০.০১৫ একর জমির ওপর প্রায় ১৫৭ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র৷ আয়ুর্বেদ সংক্রান্ত গবেষণা, ড্রাগ ডেভলপমেন্ট, ওযুধের গুণগত মান পরীক্ষা সমস্ত কিছুই হবে এখানে৷ আয়ুর্বেদ, যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনান, সিদ্ধা ও হোমিওপ্যাথির মতো চিকিত্সাও হবে এখানে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zufPWR

October 17, 2017 at 01:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top