নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর টিলগাড় এলাকায় ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ (২২) খুনের ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে প্রধান আসামী করে ১০জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে সিলেট মহানগরীর শাহপরাণ থানায় মামলা-৬ তাং ১৮/১০/১৭ দায়ের করেছেন মিয়াদের বাবা আকুল মিয়া। মামলায় আরও ৪-৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার ভোরে ঢাকা থেকে ছাত্রলীগ কর্মী তোফায়েলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এর আগে গত ১৩ই সেপ্টেম্বর একই এলাকায় প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগের কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। এনিয়ে গত ৭ বছরে সিলেটে ছাত্রলীগের আভ্যন্তরীন বিরোধে খুন হলেন ৮ জন। এরমধ্যে তিনটি হত্যাকান্ডের ঘটনাই ঘটেছে টিলাগড় এলাকায়।নিহত ওমর আলী মিয়াদ সিলেট লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র এবং শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yvX5pv
October 18, 2017 at 11:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন