শেষ ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লঙ্কানরা। ২০ রানেই হারিয়েছে ৫ উইকেট! শ্রীলঙ্কাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন মূলত পাকিস্তানের পেসার উসমান খান। প্রথম ৫ উইকেটই নিয়েছেন তিনি! শারজাহতে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন উসমান। আগের ম্যাচে অভিষেকে তিনি দ্বিতীয় বলেই উইকেট নিয়েছিলেন। আজ প্রথম ওভারের শেষ দুই বলে নিয়েছেন ২ উইকেট। পঞ্চম বলে বোল্ড হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। পরের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল। দুজনই মেরেছেন ডাক! তৃতীয় ওভারে উসমানের হ্যাটট্রিক বলটা চার হাঁকিয়েছিলেন উপুল থারাঙ্গা। তবে এক বল পরই শ্রীলঙ্কান অধিনায়ককে বোল্ড করেন উসমান। পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন নিরোশান ডিকভেলা। তখন শ্রীলঙ্কার ৮ রানেই নেই ৪ উইকেট! স্কোরটা ২০-এ যেতেই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিলিন্ডা সিরিবর্ধনেও। এবারও ঘাতক উসমান। তার চতুর্থ ওভারের তৃতীয় বলে পয়েন্টে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে নেন সিরিবর্ধনে। মাত্র দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন উসমান। তাও মাত্র ২১ বলের মধ্যে! ২০০১ সালের পর ওয়ানডেতে তার চেয়ে কম বলে ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র দুজন। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চামিন্দা ভাস ১৬ বলে ও ২০১৩ সালে কানাডার বিপক্ষে নেদারল্যান্ডসের ফন ডের গাগটেন ২০ বলে ৫ উইকেট নিয়েছিলেন। ৪ ওভার শেষে উসমানের বোলিং ফিগার ৪-০-১৮-৫! তথ্যসূত্র: রাইজিংবিডি এআর/২০:৩৫/২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xj33Zt
October 24, 2017 at 02:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top